ব্রেকিং নিউজ

বীজপুর থানার তৎপরতা : লকডাউন অমান্যকারীরা হাজতে

সাতদিনের সমাচার : করোনা ভাইরাস সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন l কিন্তু বহু স্থানে লকডাউন অমান্য করে অযথা পথেঘাটে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অনেক মানুষকেই । প্রশাসনের তরফে বহু কাকুতি-মিনতি অনুরোধ সত্ত্বেও রোখা যাচ্ছে না অসচেতন মানুষজনকে।
তাই প্রথম দিকে পুলিশ শক্ত হলেও কিছু ক্ষেত্রে বাড়াবাড়ির কারণে মুখ্যমন্ত্রী পুলিশকে সংযত হবার নির্দেশ দেন ফলে যে কে সেই! যার জেরে সংক্রমণও বহুগুনে বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে ফের প্রশাসন শক্ত হয়েছে, তাই লকডাউন অমান্য করে বীজপুর জুড়ে চলা একাধিক টোটো, যানবাহন, একাধিক খোলা অপ্রয়োজনীয়  দোকানপাট বন্ধ করতে গিয়ে কড়া হাতে ব্যবস্থা নিল বীজপুর পুলিশ । আজ মোট ১৬জন লকডাউন অমান্যকারীকে আটক করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

No comments