ব্রেকিং নিউজ

২৭ বস্তা চাল সমেত আটক ২ বারাসতে

সাতদিনের সমাচার,বারাসাত :  বারাসাত পুরসভার ১৪নম্বর ওয়ার্ড বনমালীপুর এলাকার  একটি বাড়ি থেকে ২৭বস্তা চাল রেশনের চাল উদ্ধার করেছে বারাসত থানার পুলিশ l জানা গেছে, স্থানীয় একটি পুকুর সংস্কারের কাজ করতে গিয়ে পুকুর লাগোয়া একটি বেড়ার ঘরে মজুত করা 
২৭বস্তা চাল নজরে পড়ে স্থানীয় কাউন্সিলর সমীর কুন্ডু'র l তিনি জানান, 'বেশ কিছুদিন যাবৎ অমর দাস নামে এক ব্যক্তি এই ঘর ভাড়া নিয়ে ভাঙা লোহালক্কড়ের ব্যবসা করত, আজ পুকুর পরিষ্কার করতে গিয়ে দেখি পুকুর লাগোয়া ভাঙাচোরা ওই বেড়ার ঘরে বেশকিছু বস্তা চাল মজুত রয়েছে, পুলিশ এসে ওই ২৭বস্তা বস্তা চাল সহ একটি গাড়ি ও দুজনকে আটক করে নিয়ে গেছে l' সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন কাউন্সিলর এবং ওই ওয়ার্ডের মানুষজন ।
 এদিকে পুলিশ সূত্রে খবর, ছোট জাগুলিয়া ওই চালের বস্তাগুলি 'এস এস ঘোষ এন্টারপ্রাইজ রেশন শপ' নামে এসেছিল, কিন্তু তা অবৈধ পথে চড়া দামে খোলা বাজারে বিক্রির জন্যই মজুত করা হয়েছিল । ঘটনার তদন্ত বারাসাত থানার পুলিশ । প্রসঙ্গত, জেলা জুড়ে বিভিন্ন এলাকায় দিনের পর দিন রেশন ডিলারদের দুর্নীতি চলছে, কিছু প্রকাশ্যে আসছে, কিছু চাপা পড়ে যাচ্ছে, লকডাউনের দুর্বিষহ পরিস্থিতিতে চাল গম সহ বিভিন্ন রেশন সরকারি দরে সাধারণ মানুষের কাছে না পৌঁছে চড়া দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে, অসাধু রেশন ডিলার এবং অসাধু ব্যবসায়ীদের যোগসাজেশে বঞ্চিত হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষজন l কেন্দ্র বা রাজ্য সরকারের এই সাহায্য নিয়ে তদারকি করবে কে ? উত্তর নেই কারও কাছেই !

No comments