মানবসেবা : এগিয়ে এল সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন
সাতদিনের সমাচার : সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃহত্তর শ্যামনগর অঞ্চল জুড়ে চলছে খাদ্য বন্টন কর্মসূচি l
শ্যামনগর স্টেশন চত্বর, ফুটপাতের অসহায়, রিক্সা-ভ্যান চালক, ভবঘুরে, বিশেষভাবে সক্ষম, ইটভাটার দরিদ্র মানুষ এবং পথ সারমেয়দের প্রতিদিন রান্না করা 'ডিম ভাত' খাওয়ানো হচ্ছে সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। পাশাপাশি দরিদ্র পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে চাল-ডাল-আলু-ডিম-
সোয়াবিন সহ মুদিসামগ্রী এবং মাক্স ও সাবান l সংস্থা সম্পাদক গৌতম পাল জানালেন,
'সংস্থার পক্ষ থেকে সারা বছর নানান সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, তবে লক ডাউনের কারনে খেতে খাওয়া সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ, তাই আমরা আমাদের সামর্থ মত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।'
No comments