একা ঘরে মৃত্যুর দিন গুনছেন অসহায় বৃদ্ধা
সাতদিনের সমাচার : হালিশহর পুরসভার ৫নম্বর ওয়ার্ড সংলগ্ন মনসাতলার বাসিন্দা ৭০বছরের অশীতিপর গিরিবালা মন্ডল, সহায় সম্বলহীনভাবে একা ঘরের কোনে মৃত্যুর দিন গুনছেন। তিন ছেলে এক মেয়ের জন্ম দিয়েছিলেন, কিন্তু কপাল দোষে দুবেলা দু'মুঠো খাবার দেবার কেউ নেই ! অভিযোগ প্রতিবেশীদের। দীর্ঘদিন ধরেই ফাঁকা বাড়ির মাটিতে একা পড়ে রয়েছেন ওই বৃদ্ধা।
করোনা আতঙ্কের চেয়ে অপরদিকে খিদের জ্বালা এই মুহূর্তে তার কাছে বড়। একমাত্র ভরসা বলতেই স্থানীয় প্রশাসন আর স্বেচ্ছাসেবকরা ।
No comments