ব্রেকিং নিউজ

হালিশহরে অংশুমান, নৈহাটিতেও অশোকই : পুরপ্রধানরা হলেন প্রশাসক

সাতদিনের সমাচার : রানাঘাট, কাঁচরাপাড়া, ভাটপাড়া, বারাকপুরের মতো হালিশহর পুরসভাতেও পুরবোর্ড ভেঙে পুরপ্রশাসক নিযুক্ত হয়েছে, নির্বাচিত হয়েছেন বিদায়ী প্রধান  অংশুমান রায়'ই। যেহেতু পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, সুতরাং পূর্ববর্তী সিদ্ধান্ত মেনেই পুরসভাগুলিতে পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশ অনুসারে প্রশাসক নির্বাচিত হচ্ছে বিভিন্ন পুরসভাগুলিতে। হালিশহরে গঠিত হয়েছে নতুন পরিচালন বোর্ডও। আছেন পুরপর্ষদ  জিয়াউল হক, বন্যা তালুকদার এবং মৃত্যুঞ্জয় দাস।
অপরদিকে নৈহাটি পুরসভায়  প্রশাসক হলেন অশোক চ্যাটার্জী l গঠিত হয়েছে ছয় সদস্যের পরিচালন বোর্ড। বোর্ডে রয়েছেন ভজন মুখার্জি, সনৎ দে, রাজেন্দ্র গুপ্ত, রাজেশ সাউ, মানস পাল এবং শম্ভুনাথ বিশ্বাস।
অন্যদিকে সোমবার মেয়াদ শেষ হয়েছিল ভাটপাড়া এবং 
কাঁচরাপাড়া পুরসভার। প্রসঙ্গত,  পুর এবং নগর উন্নয়ন দপ্তরের তরফে মেয়াদ উত্তীর্ণ সাতটি পুরসভায় প্রশাসক নিয়োগ হয়েছে। যেগুলি হল রানাঘাট, কাঁচরাপাড়া, ভাটপাড়া, বারাকপুর, বরানগর,  বনগাঁ এবং তমলুক পুরসভা । বিদায়ী পুরপ্রধানদের বক্তব্য, পুরএলাকাগুলি করোনা মুক্ত রাখাই আমাদের প্রথম চ্যালেঞ্জ।

No comments