ব্রেকিং নিউজ

বায়ুসেনা কর্মীকে খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে : উত্তেজনা পলতায়

সাতদিনের সমাচার : পলতা আমবাগান এলাকায় এক প্রাক্তন বায়ুসেনা কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে। মৃতের নাম অরুপ দেবনাথ (৬৩)। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অরুপবাবু'কে তার স্ত্রী ভক্তি এবং মেয়ে অঙ্কিতা দেবনাথ শারীরিক নির্যাতন করত। গতকাল গভীর রাতে নির্যাতন মাত্রাতিরিক্ত হলে  অরুপবাবু ঘটনাস্থলেই মারা যান।পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় । ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা বাড়তে থাকে । বাসিন্দারা অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির দাবীতে সরব হয় l
এদিক মৃতের পরিবারের দাবী, অসুস্থতার কারণেই তিনি মারা গেছেন, যেহেতু রাতে ঘটেছে তাই  ডাক্তার ডাকার আর সুযোগ হয়নি।

No comments