নৈহাটি থেকে ধর্মতলা : আগামীকাল থেকেই ছুটবে সরকারি বাস ---------------
সাতদিনের সমাচার : শনিবার ৩০ মে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে থেকে নৈহাটি থেকে ধর্মতলা সরকারি বাস সার্ভিস l নৈহাটির নদিয়া জুটমিল সংলগ্ন ডিপো থেকে সকাল ৭টা এবং একঘন্টা পর সকাল ৮ টা নাগাদ কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে ছেড়ে যাবে সরকারি বাসগুলি। অন্যদিকে ধর্মতলা থেকে নৈহাটির জন্য বাস ছাড়বে বিকাল ৫টা ও সন্ধ্যা ৬টা নাগাদ ।
প্রসঙ্গত, বাস পরিষেবার প্রয়োজনীয়তার কথা রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরেছিলেন নৈহাটীর বিধায়ক পার্থ ভৌমিক। সেই উদ্যোগই এবার বাস্তবায়িত হতে চলেছে । এই বাস পরিষেবার কারণে বহু সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে
No comments