আক্রান্ত যুবক পড়ে আছে বাড়িতেই : প্রশাসন চাইছে প্রমাণপত্র !
সাতদিনের সমাচার : হাসপাতাল তরফে রিপোর্ট পজিটিভ জানার পর কেটে গেছে প্রায় ১২ঘন্টা, কিন্তু এখনও পর্যন্ত জেঠিয়া পঞ্চায়েতের যদুনাথবাটি গ্রামের মাঝেরপাড়া 'কলোনি' এলাকার করোনা আক্রান্ত যুবক বাড়িতেই পড়ে !
জানা গেছে, ঘরে দুধের শিশু সহ বাপ্ -ঠাকুরদা নিয়ে যৌথ সংসার, পেশায় কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালের বেসরকারি স্বাস্থ্যকর্মী ওই যুবকের, পিতা শঙ্কর বর্মন মাছ ব্যবসায়ী l
কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওই যুবক,হাসপাতালেই পরীক্ষা হবার পর গতকাল হাসপাতাল তরফে প্রকাশিত তথ্যে তার রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু যেহেতু হাসপাতাল থেকে আক্রান্ত পরিবারের হাতে কোনও অফিসিয়াল পেপার এখনও দেওয়া হয়নি, তাই স্থানীয় পঞ্চায়েত বা ব্লক স্বাস্থ্যকেন্দ্র বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না, স্থানীয় মানুষজন গোষ্ঠী সংক্রমণের আশংকায় প্রবল আতঙ্কে, এ ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের ভূমিকা নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা !
অনেকে আবার প্রশ্ন তুলেছেন ওই যুবকের গতিবিধি নিয়েও, কেননা অসুস্থ অবস্থায় তাকে আশপাশ এলাকায় রোজ ঘুরতে দেখা গেছে, ! তার গুণধর ভাইটি'ও বাইক নিয়ে সমান তালে এলাকায় আড্ডা দিয়ে গেছে কয়েকদিন ধরে ! ঘটনা জানাজানি হবার পরও প্রশাসনের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ে নি বলে অভিযোগ স্থানীয় মানুষজনের l প্রসঙ্গত, আক্রান্ত যুবকের মা'ও কল্যাণী জেএনএম হাসপাতালে রোগী পরিচর্যার কাজ করেন বেসরকারিভাবে l এখন পরিস্থিতি কোনদিকে মোড় নেয়,সেটা নিয়েই তীব্র আশংকায় জেঠিয়া পঞ্চায়েতের এই অংশ l
No comments