খবরের জের : আক্রান্ত যুবককে নিয়ে গেল স্বাস্থ্য দপ্তরের গাড়ি
সাতদিনের সমাচার : আজ সকালে সমাচার সাতদিনের ওয়েব পোর্টালে প্রকাশিত খবরের জেরে নড়েচড়ে বসে প্রশাসন, তড়িঘড়ি শুরু হয় করোনা আক্রান্ত যুবককে স্থানান্তরিত করবার প্রক্রিয়া, স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত প্রশাসন সকলকেই এলাকায় দৌড়াদৌড়ি করতে দেখা যায়, অবশেষে বিকেল ৪টে নাগাদ স্বাস্থ্য দপ্তরের গাড়ি এসে জেঠিয়া পঞ্চায়েতের যদুনাথবাটি মাঝেরপাড়া থেকে করোনা পজিটিভ ওই যুবককে নিয়ে গেছে বলে জানা গেছে l
প্রসঙ্গত, রিপোর্ট পজিটিভ জানার পরও প্রায় ১২ঘন্টা কেটে গেলেও, মাঝেরপাড়া 'কলোনি' এলাকার করোনা আক্রান্ত যুবক বাড়িতেই পড়ে ছিল ! ঘরে দুধের শিশু সহ দুই বয়স্ক মানুষকে নিয়ে একঘরেই ঠাঁই ছিল বর্মন পরিবারের, পেশায় কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে রোগী পরিচর্যাতে বেসরকারিভাবে কর্মরত তার মা এবং ভাই সকলের বিরুদ্ধেই স্বাস্থ্যবিধি না মেনে চলার অভিযোগ রয়েছে স্থানীয় স্তরে, তাছাড়া অসুস্থ অবস্থায় কার কার সঙ্গে মেলামেশা চালিয়েছিলেন ওরা তা নিয়েও তৈরী হয়েছে বিস্তর ধন্দ্ব ! হাসপাতালেই পরীক্ষা হবার পর গতকাল হাসপাতাল তরফে প্রকাশিত তথ্যে তার রিপোর্ট পজিটিভ আসলেও যেহেতু হাসপাতাল থেকে আক্রান্ত পরিবারের তা হাতে তুলে দেওয়া হয়নি, তাই স্থানীয় পঞ্চায়েত বা ব্লক স্বাস্থ্যকেন্দ্র বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্যও করেননি, সকালে সমাচার সাতদিনে গোষ্ঠী সংক্রমণের আশংকা নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ সংক্রান্ত খবর প্রকাশিত হবার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন, তবে আক্রান্ত যুবকের পরিবারের বাকি লোকজন কোয়ারেন্টাইন মানবেন কিনা তা নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা l
No comments