ব্রেকিং নিউজ

বিজেপির 'বলিদান দিবস' কাঁচরাপাড়াতে

সাতদিনের সমাচার : কাঁচরাপাড়া পুরসভার ৬নম্বর ওয়ার্ড নিচুবাসা এলাকায় বিজেপি নেতা সন্তোষ রায়ের উদ্যোগে ডা: শ্যামাপ্রসাদ মুখার্জী স্মরণে পালিত হল "বলিদান দিবস" l 
এই বলিদান দিবস উজ্জাপন উপলক্ষে বীজপুরের বিজেপি পর্যবেক্ষক  সন্তোষ রায় ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন বুথ সভাপতি নবীন সিংহ, মিলি দাস,মালা গোস্বামী, পল্টু গোস্বামী,মহেশ সাউ, রাহুল সরকার, তপন রায় প্রমুখ বিজেপি নেতাকর্মীরা l

No comments