পুড়ল শাসকদলের পোস্টার : অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হালিশহর
সাতদিনের সমাচার : হালিশহর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডোমপাড়া লেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে আগুন ধরিয়ে দেয় কে বা কারা । এ বিষয়ে লোকসভার বারাকপুরের পার্লামেন্টারি সম্পাদক দিব্যেন্দু সরকারের অভিযোগ,'বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, কেননা বিজেপি পায়ের তলা থেকে মাটি হারাচ্ছে তাই এই কদর্য কাজ করে বেড়াচ্ছে ।'
অন্যদিকে হালিশহরের বিজেপির মন্ডল ১ সভাপতি জানান, 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমজনতার অজানা নয়, নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই এরা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, যেভাবে দিনের-পর-দিন বিজেপি কর্মীরা চারদিকে আক্রান্ত হচ্ছে শাসকদলের গুন্ডাদের হাতে, তাতে সত্যিটা বেশি দিন চাপা যাবে না।'
No comments