ব্রেকিং নিউজ

"বৃক্ষ চারা" রোপন এবং দরিদ্র সাধারণের জন্য মাস্ক এবং সাবান বিতরণে হালিশহর নিউ স্কাউট গ্রুপ

সাতদিনের সমাচার : এবং  পূর্ব রেল ভারত স্কাউটস এবং গাইডস এর শিয়ালদহ জেলার অন্তর্গত হালিশহর নিউ গ্রুপের উদ্যোগে এবং "আমরা ক্ষুদ্র" নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় আজ একটি "বৃক্ষ চারা" বন্টন এবং রোপন  কর্মসূচী পালিত হল স্কাউট গ্রুপের নিজস্ব প্রাঙ্গনে, হাজির ছিলেন হালিশহর  নিউ স্কাউট গ্রুপের সভাপতি অশোক রক্ষিত, গ্রুপ লিডার প্রসেনজিৎ বিশ্বাস, "আমরা ক্ষুদ্র"র পক্ষে শিক্ষক তথা  সমাজসেবী রথীন্দ্র চন্দ প্রমুখ l 
বিশিষ্ট অথিতি বীজপুর থানার আধিকারিক গৌরব পাল স্কাউট প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, পরবর্তীতে কর্মসূচী অনুযায়ী আগত জনা তিরিশেক  অভিভাবকদের হাতে "চারা গাছ" তুলে দেয়া হয় সামাজিক দূরত্ব মেনে l বীজপুর থানার অফিসার গৌরববাবু বলেন, "প্রশংসীয় উদ্যোগ, স্কাউট সদস্যরা এমনিতেই বিশ্বজুড়ে সেবা কর্ম করে থাকেন, অম্ফানের পর এই কঠিন পরিস্থিতিতে বৃক্ষ চারা রোপন এবং বিতরণের মতো এই ধরণের কাজে এগিয়ে আসার জন্য "আমরা ক্ষুদ্র"কেও ধন্যবাদ, আমরা বীজপুর প্রশাসন সব সময় আপনাদের পাশে আছি l" 
দ্বিতীয় পর্যায়ে ভারত স্কাউটস এন্ড গাইডস এর দিল্লী'র জাতীয় দপ্তরের নিয়ম মেনে স্থানীয় দরিদ্র সাধারণ মানুষের মধ্যে 'মাস্ক' এবং 'সাবান' বিতরণ করা হয়, প্রায় দেড়শোজন মানুষ আজ সামাজিক দূরত্ব মেনে হালিশহর চৌমাথা বাজার এলাকা থেকে মাস্ক ও সাবান সংগ্রহ করেছেন l গ্রুপলিডার প্রসেনজিৎ বিশ্বাস এ ব্যাপারে বলেন, পূর্ব রেল স্কাউটের শিয়ালদা জেলার অন্যতম সেরা গ্রুপ হালিশহর নিউ সারা বছর ধরেই বিভিন্ন সমাজসেবা এবং স্কাউটিং কর্মকান্ডে জড়িয়ে থাকে জন্মলগ্ন থেকেই, আজকের অনুষ্ঠান তারই অঙ্গ l' 
শুভম ঘোষ, কৌশিক সমাদ্দার, মৃদুল রবিদাস, দীপ্তজিৎ মজুমদার, শঙ্কর চৌধুরী, অঙ্কিতা চ্যাটার্জী, রূপাঞ্জলি দে সরকার, প্রসূন ভক্ত, তিতির চ্যাটার্জীদের মতো সক্রিয় লিডার এবং  প্রায় দশজন রোভার সদস্যদের নিরলস প্রয়াসে গোটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজ  l

No comments