ব্রেকিং নিউজ

করোনাকে হারিয়ে জিতলেন কমল : খুশির হাওয়া বীজপুর তৃণমূল শিবিরে

সাতদিনের সমাচার : করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরলেন বীজপুরের তৃণমূল যুবনেতা কমল অধিকারী l তিনবারের পরীক্ষা শেষে, শেষ রিপোর্ট নেগেটিভ আসলে স্বস্তির নিঃশ্বাস পড়ে বীজপুর তৃণমূলের অন্দরে, যদিও কমলবাবুর প্রথম দুটি রিপোর্ট পজিটিভ'ই ছিল বলে জানা গেছে l সুস্থ হবার পর সমাচার সাতদিন'কে ব্যক্তিগত বাক্যালাপে তিনি জানান,"অসুস্থ বোধ করার সাথে সাথে আমি এবং আমার স্ত্রী নিজেদের অন্যদের থেকে আলাদা করে নিয়েছিলাম, স্ত্রী'র ও পরীক্ষা হয়েছে, তবে তার রিপোর্ট নেগেটিভ, ১৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর আমি এখন সম্পূর্ণ সুস্থ, রিপোর্টও যথারীতি নেগেটিভ l"
 তবে বীজপুরের করোনা পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক তা এখন নতুন করে বলার অপেক্ষা রাখে না, মানুষের সেবা করতে গিয়ে যারা করোনা আক্রান্ত হয়েছেন, এবং নিয়মবিধি সাবধানতা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন কমলবাবু তাদের  প্রকৃত উদাহরণ হয়ে উঠতে পারেন l সাবধান এবং অযথা আতঙ্কিত না হয়ে মনোবল ধরে রাখতেই এখন বীজপুরের মানুষজনকে পরামর্শ দিচ্ছেন তৃণমূল যুবনেতা কমল অধিকারী l

No comments