ব্রেকিং নিউজ

এক্সক্লুসিভ নিউজ .........বিজেপি নেতা দেবাশিস দত্ত পুলিশি হেপাজতে !

সাতদিনের সমাচার : সম্প্রতি বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে হালিশহর গঙ্গাপাড়ে তৃণমূল পার্টি অফিসে অগ্নি সংযোগের ঘটনা নিয়ে আজ বীজপুর পুলিশ হালিশহর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান বিজেপি নেতা রাজা দত্ত' কে আটক করেছে l নৈহাটী রাজেন্দ্রপুর বাজার থেকে তাকে আটক করার পর বীজপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ এবং পরে গ্রেপ্তার করা হয়, আগামীকাল তাকে বারাকপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর l

No comments