বোম মেরে আমায় দমানো যাবে না : সুবোধ
সাতদিনের সমাচার : তৃণমূল পর্যবেক্ষক এবং বীজপুরের "সমাজ সংস্কৃতির ধারক ও বাহক" সুবোধ অধিকারীর বাড়িতে আজ ভোরে বোমা ছোঁড়ার অভিযোগ নিয়ে উত্তাল গোটা বীজপুর l সুবোধবাবু বলেন, "বসতবাড়ি সহ 'মঙ্গলদ্বীপ' লজে ব্যাপক বোমাবাজি চালিয়েছে দুষ্কৃতীরা , আমার বাড়িতে চারটে বোম এবং মঙ্গলদ্বীপে তিনটে বোমা ছুঁড়ে আতঙ্ক কায়েম করা ছিল উদ্দেশ্য, কিন্তু জেনে রাখুন এভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না!" নাম না করলেও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই যে এই হামলা সেটা একপ্রকার বুঝিয়ে দিয়েছেন তিনি l বোমার আঘাতে মঙ্গলদ্বীপের সামনে অপেক্ষারত পুলিশের পাইলট গাড়ি সহ লজের মূল দরজা ক্ষতিগ্রস্থ হয়েছে, খবর মিলতেই ছুটে এসেছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা, অজয় ঠাকুর'দের মতো পুলিশ কর্তারা l বীজপুর পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে হাজির l তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে l
No comments