হালিশহর তৃণমূল যুব সভাপতি : উৎসুক কর্মী সাধারণরা চাইছেন চন্দ্রোদয়'কে
সাতদিনের সমাচার : হালিশহর টাউন তৃণমূল যুব সভাপতি কে হতে চলেছেন তা নিয়ে গোটা শহর জুড়ে জল্পনা তুঙ্গে। যে কয়েকটি নাম ইতিমধ্যেই উঠে আসছে তার মধ্যে প্রথমেই রয়েছে যুবনেতা শুভঙ্কর ঘোষ (সোনাই) এর নাম। এলাকায় যার জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে। শুভঙ্করকে নিয়ে তেমন আপত্তি না থাকলেও হঠাৎ উঠে আসা লোকসভার
পার্লামেন্টারি সম্পাদক দিব্যেন্দু সরকারে'র নাম নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে নিচুতলার কর্মীদের কেননা তালিকার সব শেষে থাকা হালিশহর পুরসভার কর্মী চন্দ্রোদয় চক্রবর্তী'কেই চাইছে এলাকার যুবকরা ।
যিনি করোনা পরিস্থিতির কারণে তৈরী হওয়া লকডাউন এবং আমফানে নিজের পকেটের পয়সার পাশাপাশি কায়িক পরিশ্রম দিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাই সাধারণ মানুষ এবং নিচুতলার কর্মীদের দাবি, দিব্যেন্দু যদি যুব'র পদ প্রার্থী হতে পারেন তবে চন্দ্রোদয় নয় কেন? ৬নং ওয়ার্ড সহ তার সঙ্গী এবং অনুগামীরা আশায় বুক বেঁধেছেন। তবে শেষ কথা বলবেন জেলা তৃণমূল কংগ্রেসের যুব নেতৃবৃন্দ এবং জেলার প্রথমসারির তৃণমূল নেতারা। কার নামে শীলমোহর পড়ে সেটা অবশ্য সময়ই বলবে।
No comments