ব্রেকিং নিউজ

বীজপুর থেকে মালদা বদলি হচ্ছেন কৃষ্ণেন্দু

সাতদিনের সমাচার : অনেক জল্পনার অবসান শেষে বদলি হতে চলেছেন বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ l বুধবার, ১২ আগস্ট রাজ্য পুলিশের প্রকাশিত বদলির বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে কৃষ্ণেন্দু ঘোষ'কে মালদহ রেল পুলিশের মিসিংপার্সন ব্যুরোতে বদলির নির্দেশ দেয়া হয়েছে। 
তাঁর স্থানে বীজপুর থানার দায়িত্বভার নিতে হাজির হচ্ছেন ওই বিভাগের আধিকারিক ত্রিগুণা রায়। বেশকিছুদিন ধরেই বিরোধীদলের অভিযোগের নিশানা হয়ে উঠেছিলেন কৃষ্ণেন্দুবাবু, তাঁর বিরুদ্ধে শাসকদলের হয়ে পক্ষপাতিত্ত্বের তীব্র অভিযোগ উঠছিল, এই কারণে গত লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনারের নির্দেশে কৃষ্ণেন্দুবাবুকে অন্যত্র বদলিও করা হয়, কিন্তু ভোট মিটতেই তাঁকে স্বমহিমায় ফিরে আসতে দেখা যায় l 
সম্প্রতি গত সপ্তাহে কয়েক বার বোমাবাজির ঘটনা ঘটে বীজপুর থানা এলাকায়। আক্রান্ত হন বিজেপি নেতারা, তিন যুবক গ্রেপ্তারও হয়, তাছাড়া দিনের পর দিন পুলিশের  জনসংযোগ কমতে থাকার কারণেও ক্ষোভ বাড়ছিল স্থানীয় মানুষের মধ্যেও। অবশ্য কৃষ্ণেন্দু ঘোষ নিজে বলছেন, "কাগজ হাতে পেলে তবেই আপনাদের বলতে পারব।"

No comments