হাসপাতাল চত্বরে জঙ্গল এবং জঞ্জাল সাফাই : প্রশংসিত বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা
সাতদিনের সমাচার : অতিমারীর মধ্যেও শুধুমাত্র রোগী ও তাদের পরিজনদের স্বার্থে কল্যানী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল চত্বরের জঙ্গল ও আগাছা সাফাই করে দৃষ্টান্ত স্থাপন করলেন হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও গাড়ি মালিকেরা।
যেহেতু সরকারি অ্যাম্বুলেন্স এখন সংক্রমিত রোগীদের পরিষেবা দিতে ব্যস্ত, তাই অন্যান্য রোগীদের দিবারাত্রি পরিষেবা দিতে ময়দানে নেমেছেন গান্ধী হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা। প্রথম পর্যায়ে তাদের লক্ষ্য, রোগী এবং তাদের স্বজনদের স্বার্থে হাসপাতাল চত্ত্বরের আগাছা ও ময়লা পরিষ্কার করে আবর্জনা মুক্ত করা এবং হাসপাতালে আসা রোগীদের পাশে থাকা। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই l
No comments