ব্রেকিং নিউজ

মানব কল্যাণ স্বার্থে ফের অগ্রণী ভূমিকা : এগিয়ে চলেছে হার্নেটের "ফ্রেন্ডস ফর এভার"

বাপ্পাদিত্য বিশ্বাস ,কল্যাণী:  কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুলের ৯৫ সালের মাধ্যমিক এবং ৯৭ সালের উচ্চমাধ্যমিক ব্যাচের প্রাক্তনীদের সোশ্যাল মিডিয়া গ্রুপ "ফ্রেন্ডস ফরএভার "এর উদ্যোগে কোভিড- ১৯ সচেতনতা এবং স্বাধীনতা দিবস উদযাপিত হল সাড়ম্বরে l আজ সকালে অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শিবদাসপুরের একটি বন্ধ ইঁটভাটার ৪৫ টি দরিদ্র শ্রমিক পরিবারের হাতে খাবারের প্যাকেট সহ মাস্ক এবং  স্যানিটাইজার তুলে দেওয়া হয়, 'প্রয়াস হেলথ কিওর অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার সোসাইটি'-র সহযোগিতায় স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলিত হয় ইঁটভাটা 
প্রাঙ্গনে,পরবর্তীতে নদীয়ার গয়েশপুরে 'আশা ওয়েলফেয়ার হোম' নামের একটি খ্রিস্টান মিশনারি আশ্রমের ৫৫ জন আবাসিক এবং কল্যাণীর একটি ব্লাইন্ড স্কুলের ( পশ্চিম বাংলা অন্ধ আলোক সোসাইটি) ৬৫ জন পড়ুয়া সদস্যদের জন্য মাস্ক, স্যানিটাইজার এবং প্যাকেট খাবার বিলি করেন 'ফ্রেন্ডস ফরএভার' এর সক্রিয় সদস্যরা, পূর্ব পরিকল্পনা ছাড়াও কল্যাণী মাঝের চর এবং সীমান্ত এলাকার  দুঃস্থ এবং হত দরিদ্র পরিবার গুলির জন্য একইভাবে মাস্ক স্যানিটাইজার এবং খাদ্যদ্রব্য বন্টন করা হয় এদিন l উদ্যোক্তাদের পক্ষে অমিত সরকার এবং প্রসেনজিৎ হাজরা বলেন, "এই কঠিন সময়ে আজ প্রায় ৩০০জন পরিস্থিতির শিকার মানুষের জন্য আমাদের প্রচেষ্টায় সামান্য কিছু  তুলে দিতে পেরেছি, আমাদের লক্ষ্য আগামীতে আরও দ্বিগুন মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া" l 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সরকারি বিধি  মেনে "ফ্রেন্ডস ফরএভার" এর  বার্ষিক সভা অনুষ্ঠিত হয়, সভার উদ্যোক্তা ডাক্তার অভিজিৎ পাল এবং তন্ময় কুন্ডু জানান, "কোভিড এর কারণে আমাদের অনুষ্ঠান ছোট করতে হয়েছে তবুও শান্তনু রায়, সুরজিৎ সরকার, অতনু ধর, অমিতাভ নাগ, প্রীতিময় চক্রবর্তীদের মতো গ্রুপ সদস্যরা দেশ তথা রাজ্যের বাইরে থেকে এবং অরিন্দম চৌধুরী, বিজন সমাদ্দার, আমানুল্লা হাসান, অভিজিৎ হাজরা যারা আজকের অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি জেলার বাইরে থাকার কারণে তারাও মনেপ্রাণে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছেন গ্রুপকে আর্থিক সাহায্য করে, তাছাড়া সোমনাথ, দীপক, বিশ্বপ্রিয় ব্যানার্জী সহ অন্যান্যরাও এগিয়ে এসেছেন দুঃস্থ মানুষের পাশে থাকবেন বলে সকলের মিলিত প্রচেষ্টায় আজকের পরিকল্পনা সার্থক l" প্রসঙ্গত বিগত কয়েক'বছর ধরেই "ফ্রেন্ডস ফরএভার" নিজেদের মানবসেবায় নিয়োজিত রেখেছে আম্ফান দুর্গতদের জন্যও ইতিপূর্বে গ্রুপ সদস্যদের সক্রিয় ভূমিকায় দেখা গেছে l

No comments