ব্রেকিং নিউজ

স্বাধীনতা দিবসে : দুঃস্থদের পাশে থাকার অঙ্গীকার

সাতদিনের সমাচার : ৭৪তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর কাঁচরাপাড়া সার্কাস ময়দানের ভারতীয় সমাজসেবী সংস্থা ৫০জন দুঃস্থ শিশুকে খাতা,পেন, সহ লেখাপড়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং প্যাকেটজাত ফ্রুটজুস তুলে দিল, এছাড়াও   এবং শতাধিক শিশু ও মহিলাদের  বস্ত্রদান করা এদিন l সংস্থার   আহ্বায়ক অভিজিৎ সাউ জানিয়েছেন, অগাস্ট-সেপ্টেম্বর মাসের মাঝামাঝি একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করে সংস্থার পক্ষ থেকে দুঃস্থদের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধপত্র প্রদান করা হবে। দুঃস্থ ছাত্রছাত্রীদের স্কুল পোশাক ও জুতো প্রদানের ভাবনাও রয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যেই ১৭ নম্বর ওয়ার্ডে  তাদের কার্যালয়ের সামনে থেকে তারা বিভিন্ন সময়ে কয়েকশো দুঃস্থ মানুষকে খাদ্যদ্রব্য প্রদান করেছেন,আগামী দিনেও তারা অসহায় মানুষের পাশে থাকবেন বলে জানান ।

No comments