ব্রেকিং নিউজ

পজিটিভ আতঙ্ক থেকে 'সেফ হোম' : কৃতজ্ঞতাপাশে আবদ্ধ 'ভদ্র পরিবার'

সাতদিনের সমাচার : পরিস্থিতি বদলেছে অনেকটাই, বেড়েছে সুস্থতার হার, কিন্তু মানুষজন সাবধান হলেও ততটাই কী সচেতন হচ্ছেন? প্রশ্ন উঠছেই-- কেননা করোনা রিপোর্ট পজিটিভ হলেই সমাজে হঠাৎ 'অচ্ছুৎ' হয়ে পড়ছেন আক্রান্ত ব্যক্তি কিংবা পরিবারগুলো ! এলাকায় খবর ছড়াতেই যেমন কৌতূহলীদের দৌরাত্ম বেড়ে যায়, অনেকেই আবার দায়িত্ব নেন নজরদারিরও ! সবজি বা মাছের ফেরিওয়ালারা যাতে এলাকায় ঢুকতে না পারেন সেই জন্য 'বাঁশ' পর্যন্ত তৈরী থাকে! চরম দুর্ভোগ পোহাতে হয় আক্রান্ত ব্যক্তির গোটা পরিবারকে !
যাই হোক, সেদিক দিয়ে হালিশহর পুরসভার ৭নম্বর ওয়ার্ড নবনগরের 'ভদ্র' পরিবার কিন্তু অচ্ছুৎ হওয়া থেকে একপ্রকার বেঁচে গেছেন যেহেতু 'সমাচার সাতদিন' তাদের সঙ্গে ছিল !  পারিবারিক অসুবিধাকে উপেক্ষা করেও খোদ হালিশহরের পুরপ্রশাসক রাজু সাহানি ওই আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন ! 
সম্প্রতি জেঠিয়া পঞ্চায়েত এলাকার ব্লক স্বাস্থ্যকেন্দ্র নান্না হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা এবং দিন দুই পর পরিবারের দুই সদস্যের রিপোর্ট পজিটিভ আসলে অথৈ জলে পড়েন নবনগর মোড় এলাকার বাসিন্দা শ্যামল ভদ্র l কী করবেন, কোথায় যাবেন ভেবে উঠতে না উঠতেই 'সমাচার সাতদিনে'র কোভিড যোদ্ধাদের পাশে পেয়ে যান ভাগ্যক্রমে l অতঃপর 'সমাচার সাতদিনে'র তৎপরতায় স্থানীয় প্রশাসন এবং হালিশহর পুরসভার পুরপ্রশাসক রাজু সাহানির কাছে খবর যায়, তিনি তৎক্ষণাৎ পুরসভার 'স্বাস্থ্য বিভাগে' করোনা যোদ্ধাদের পাঠিয়ে ওই পরিবারের খবরাখবর নেন, এদিকে নৈহাটির পুরপ্রশাসক অশোক চ্যাটার্জী এবং পুরপার্ষদ সনৎ দে 'র তদারকিতে রিপোর্ট চলেও আসে ২৪ ঘন্টার মধ্যেই, সনৎবাবুই জানিয়ে দেন নৈহাটির 'সেফ হোমে'র নিয়মাবলী l গতকাল জেঠিয়া পঞ্চায়েতের সদস্য তীর্থপ্রতীম মুখার্জী নিজে রিপোর্ট সংগ্রহ করে ওই পরিবারের হাতে তুলে দিলে গতকাল দুপুরেই তারা নৈহাটি স্টেডিয়ামে তৈরী 'সেফ হোমে' পৌঁছে যান l এদিকে পুরপ্রশাসক রাজুবাবুর নির্দেশে হালিশহর পুরসভার 'করোনা যোদ্ধা'রা ৭নম্বর ওয়ার্ডে অবস্থিত আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করে দেন, এলাকাতেও চলে স্যানিটাইজেশন l গোটা বিষয় নিয়ে 'সমাচার সাতদিন', হালিশহর পুরসভার প্রশাসক রাজু সাহানি, সনৎ দে, তীর্থপ্রতিম মুখার্জি  এবং নৈহাটী পুরসভার প্রশাসক অশোক চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নবনগরের 'ভদ্র পরিবার', পাশাপাশি 'সেফ হোমে'র পরিচর্যাতেও যথেষ্ট সন্তুষ্ট শ্যামল ভদ্র এবং তার স্ত্রী সমাপ্তি ভদ্র এখন অপেক্ষা করছেন সুস্থ হয়ে ঘরে ফেরার l

No comments