খাদ্যসামগ্রী প্রদান : এগিয়ে জেঠিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস
সাতদিনের সমাচার : আজ জেঠিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে বিজনা ভাসান ঘাটে প্রায় ২৫০জন দুঃস্থ সাধারণের জন্য চাল,সয়াবিন,ডিম,মুড়ি জাতীয় খাদ্যসামগ্রীর সঙ্গে তুলে দেয়া হল মাস্ক l
উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিম ব্লক ১এর সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, জেটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এর সভাপতি
তথা জেলাপরিষদ সদস্যা তৃপ্তি ঘোষ মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য কানাই ভট্টাচাৰ্য, পঞ্চায়েত সদস্যা শীলা মল্লিক, কানন মাঝি, রুমকি হালদার,
পঞ্চায়েত সদস্য তীর্থপ্রতিম মুখার্জী, গৌতম রায়, তৃণমূল নেতা গৌতম পাইন, উজ্জ্বল পাইন, যুবদলের নেতা মদন বিশ্বাস, সুমন দে সহ জেঠিয়ার অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা l
No comments