ব্রেকিং নিউজ

সুবোধ অধিকারী'র বাড়ি বোমা : ভদ্রেশ্বর থেকে গ্রেপ্তার ২

সাতদিনের সমাচার : তৃণমূল পর্যবেক্ষক সুবোধ অধিকারীর বাড়িতে বোমাবাজি কাণ্ডে ভদ্রেশ্বর থানা এলাকা থেকে অজয় এবং সুরজিৎ হালদার নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে বীজপুর থানার পুলিশ। ধৃতরা দুজন'ই নৈহাটির বাসিন্দা। ঠিক কী উদ্দেশ্যে বোমাবাজি করেছিল তারা খতিয়ে দেখছে পুলিশ। 
এ নিয়ে বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি স্বগর্বে ঘোষণা করেছেন, "বীজপুরে আমি যতদিন থাকব কোনও দুষ্কৃতী ছাড় পাবে না, সে যে দলেরই হোক না কেন।"  বীজপুর পুলিশ তাদের এই সাফল্য আদৌ ধরে রাখতে পারবেন কী ? - প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ মহল ।

No comments