ব্রেকিং নিউজ

নেশার ঘোরে পুকুরে স্নান : গভীর রাতে হালিশহরে তলিয়ে গেল যুবক : সকালে উদ্ধার দেহ

সাতদিনের সমাচার : নেশার ঘোরে বাজি ধরে গভীর রাতে পুকুরের জলে স্নান করতে নেমে গতকাল জেঠিয়া পঞ্চায়েতের বিজনা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সৌমেন কর্মকার (৪৫) নামে এক ব্যক্তি জলে তলিয়ে যায়, কোনোক্রমে প্রাণে বাঁচে তার বন্ধু কার্তিক মণ্ডল l জানা গেছে, কাল রাতে পুকুর ধারে বন্ধু কার্তিকের সঙ্গে বসে মদ্যপান করছিলেন পূর্বপাড়ার সৌমেনবাবু। 
নেশার ঘরে দুই বন্ধু বাজি ধরে পুকুরে নামে স্নানের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ সৌমেন তলিয়ে গেলে নেশা ছুটে যায় কার্তিকের l প্রাণ বাঁচাতে সে উঠে আসে ঘাটে l খবর পেয়ে আসে বীজপুর থানার পুলিশ l আজ সকালে ডুবুরি নামিয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর অবশেষে উদ্ধার হয় মৃত সৌমেনের দেহ, পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে l

No comments