রজত দে হত্যা মামলা: দোষী সাব্যস্ত আইনজীবী স্ত্রী !
সাতদিনের সমাচার :২০১৮ সালের ২৪ নভেম্বর রাতে নিউটাউনের ডিবি ব্লকের বহুতল আবাসনে আইনজীবী রজত দে’র অস্বাভাবিক মৃত্যু হয়। তদন্তের ভিত্তিতে ১ডিসেম্বর গ্রেপ্তার হন মৃতের আইনজীবী স্ত্রী অনিন্দিতা দে। চলে দীর্ঘ মামলা এবং শুনানি পর্ব। মোট ৩১জন সাক্ষী ছিলেন এই শুনানিতে। অবশেষে গত সোমবার অনিন্দিতা দে'কে স্বামী হত্যার দায়ে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত। পুত্র'কে খুনের অভিযোগে পুত্রবধূ দোষী সাব্যস্ত হতেই জয়ের আনন্দে কেঁদে ওঠেন মৃত রজত দে'র বৃদ্ধপিতা সমীর কুমার দে। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জী বলেন, বৈবাহিক সম্পর্ক থেকে সরে যেতে স্বামীকে বারবার চাপ দিচ্ছিলেন অনিন্দিতা, স্বামী বিবাহ বিচ্ছেদে রাজী না হওয়ায় চাদরের ওপর দিয়ে মোবাইল চার্জার জড়িয়ে চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে বছর চৌত্রিশের রজত'কে খুন করে অনিন্দিতা। অনিন্দিতার পক্ষের আইনজীবী জ্যোতির্ময় অধিকারী জানালেন, আদালতের রায় "ভুল', আমরা হাইকোর্ট যাব অনিন্দিতার ন্যায্য বিচার পেতে।" এদিকে পুত্রবধূকে নারী জাতির কলঙ্ক আখ্যা দিয়ে সমীরবাবুর অভিযোগ, 'অনিন্দিতার জন্য চরমতম সাজাও যথেষ্ট নয়, তবু মহামান্য আদালতের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, তিনি কি সাজা দেন এ জন্য আগামী ১৬ তারিখ পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষাতে রইলাম।'
No comments