ব্রেকিং নিউজ

হিরণ্ময় ডাক্তার বেঁচে নেই ! মানতেই চাইছেন না তাঁর রোগীরা

সাতদিনের সমাচার : কোভিড -১৯  কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ ! অকালেই চলে গেলেন নৈহাটি এলাকার জনপ্রিয় চিকিৎসক হিরন্ময় ভট্টাচার্য। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর গত শনিবার  ডানলপ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ক্রমে অবস্থার অবনতি হলে বিধায়ক পার্থ ভৌমিকের প্রচেষ্টায় সোমবার তাঁকে বাইপাসের ধারে অপর এক বেসরকারি হাসপাতালে স্হানান্তরিত করা হয়। সেখানেই রাত ৮.৩০ মিনিট নাগাদ ওই  চিকিৎসকের মৃত্যু ঘটে। মৃত্যুকালে  তিনি রেখে গেলেন বৃদ্ধা মা, স্ত্রী এবং একমাত্র কন্যাকে l  স্থানীয়দের কাছে পাঁচ টাকার ডাক্তার হিসেবে হিরণ্ময় ডাক্তারের পরিচিতি রয়ে গেছে আজও। যে কারণে সতীর্থদের সমালোচনাও তাকে বয়ে বেড়াতে হয়েছিল সে সময়। যেহেতু পিতাকে তিনি কথা দিয়েছিলেন, তাই পিতার মৃত্যুর শেষ দিন পর্যন্ত  পাঁচ টাকাতেই রোগী দেখেছেন এলাকার প্রিয় ডাক্তার পুচু দা । পারিপার্শ্বিক চাপের মুখে পরবর্তীতে ভিজিট বাড়ালেও তুলনামূলকভাবে তা ছিল যথেষ্টই কম। শুধু তাই নয়, দুঃস্থ রোগীদের লাগাতার সেবা করতেন বিনা পারিশ্রমিকেই!  অবশ্য বছর দুয়েক আগে নৈহাটির তালপুকুর রোডের পৈতৃক বাড়ি ছেড়ে ডানলপের একটি ফ্ল্যাটে এসে ওঠেন পরিবার সহ। তবু নিয়ম করে প্রতিদিন নৈহাটিতে হাজিরা দিয়ে রোগী দেখেছেন। এমনকি অসুস্থ হবার আগে পর্যন্ত  তিনি রোগীদের নিয়েই ব্যস্ত ছিলেন। জনপ্রিয় চিকিৎসকের এ হেন মৃত্যুর খবর মিলতেই নৈহাটি ও  পাশ্ববর্তী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

No comments