"দি বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন" : কাজ করবে সংবাদকর্মীদের স্বার্থেই
সাতদিনের সমাচার : পরিকল্পনার শুরুটা হয়েছিল বেশ কিছুদিন আগেই, অবশেষে তা বাস্তবে রূপ পেতে চলছে বীজপুরের বুকে কর্মরত সংবাদকর্মীদের হাত ধরেই l "বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন" নাম নিয়ে এবার একছাদের তলায় আসতে চলেছেন বীজপুর এবং সংলগ্ন এলাকার স্বাধীন এবং ছোট "নিউজ পোর্টাল" হাউসগুলি l ইতিপূর্বে জেলা এবং মহকুমার বুকে সাংবাদিকদের নিজস্ব কিছু সংগঠন থাকলেও সামাজিক মিডিয়াতে চলা অনলাইন "নিউজ পোর্টাল"গুলি সেভাবে সংঘবদ্ধ ছিল না, ফলে সমাজে গুরুত্ব পেলেও প্রশাসনিকভাবে বহুভাবে হেনস্থা এবং হয়রানির শিকার হতে হয়েছে বীজপুরের জনপ্রিয় অনেক ছোটবড় হাউজ'কে l এবার তাই বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে সংবাদকর্মী এবং "নিউজ পোর্টাল"গুলির মালিকপক্ষ যৌথভাবে সংঘবদ্ধ হয়ে একসাথে এক সংগঠনের ছাদের নিচে দাঁড়িয়ে পথ চলতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন l
২৫ সেপ্টেম্বর শুক্রবার হালিশহর লোকসংস্কৃতি ভবনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলছে "দি বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন" l এই উপলক্ষে আয়োজিত সান্ধ্যকালীন অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, মহকুমা আধিকারিক আব্দুল কালাম আজাদ ইসলাম, বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ মুখোপাধ্যায়, প্রবীণ এবং বিশিষ্ট সাংবাদিক উদয় বসু, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুবোধ অধিকারী, তৃণাঙ্কুর ভট্টাচার্য্য প্রমুখ l
সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, "যেহেতু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত বার্ষিকী চলছে, তাই এই পুণ্য তিথিকেই বেছে নেয়া হয়েছে সংগঠনের আত্মপ্রকাশের কাল হিসেবে, মূলত এতদিন বীজপুরের ছোট হাউজগুলোর নিজস্ব কোনও সংগঠন ছিল না সেই অর্থে সম্মানজনকভাবে সংঘবদ্ধ হওয়াও সম্ভব হচ্ছিল না বিভিন্ন কারণে, তাই নতুন এই সংগঠনের মাধ্যমে আমাদের পথ চলা শুরু হচ্ছে, আমরা যাতে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে পারি, এবং তা সংবাদকর্মীদের স্বার্থেই l"
No comments