বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মনোনীত মুকুল : প্রত্যাশার রূপায়ণ নিয়ে উচ্ছ্বসিত শিল্পাঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা
সাতদিনের সমাচার : সাধারণ মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা উত্তরোত্তর কমতে থাকা, ছোট-বড়-মেজো নেতাদের অনুগামী সহ দলত্যাগ, মুকুল রায়ে'র মত বিচক্ষণ নেতাদের সঠিক স্থানে ব্যবহার না করা নিয়ে বঙ্গ বিজেপির একাংশে চাপা ক্ষোভ কেন্দ্রীয় নেতাদের কপালে রীতিমতো ভাঁজ ফেলে দিয়েছিল l তাই এবার ঘুঁটি সাজাতে উদগ্রীব বিজেপি শিবির সরাসরি জাতীয় স্তরের দায়িত্ব দিলেন রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত মুখ মুকুল রায়'কে l সুতরাং নিঃসন্দেহে বঙ্গ বিজেপির দায়িত্ব বাড়ল জাতীয় স্তরে। শুধু মুকুল নয়, অনুপম হাজরা' এবং রাজু বিস্তা'কেও সর্বভারতীয় আঙিনায় নিয়ে এসে দলের অন্যান্য বিরোধী নেতাদের কড়া বার্তা দিলেন বিজেপির মুখ্য নেতৃত্ব। ২০২১ সালে পশ্চিমবঙ্গের নির্বাচনকে মাথায় রেখে বিজেপির অন্দরে এই বড়সড় রদবদল নিয়ে জাতীয় রাজনীতি একপ্রকার উথালপাথাল। সর্বভারতীয় সহ সভাপতি পদে মুকুল রায় । অনুপম পেয়েছেন সর্বভারতীয় সম্পাদকের পদ এবং সর্বভারতীয় মুখপাত্র হয়েছেন রাজু বিস্তা। কেন্দ্র বিজেপি তরফে এই ঘোষণা হবার পর বঙ্গ বিজেপির এক গোষ্ঠী অর্থাৎ রাহুল সিনহা'র অনুগামীরা অবশ্য যথেষ্ট ক্ষুব্ধ এবং হতাশ l তাদের ধারণা দলে গুরুত্ব হারিয়ে ক্রমশ কোনঠাসা হয়ে পড়বেন তারা! অন্যদিকে এই পদ পাওয়া মাত্র মুকুল রায় সংবাদমাধ্যম'কে সাফ বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূলকে চিরতরে নির্মূল করতে দিলীপ ঘোষকে সমস্ত রকম সাহায্য করতে আমি প্রস্তুত।"
No comments