গান্ধীঘাটে শ্রদ্ধার্পনে এসে রাজ্য সরকারের সমালোচনায় মুখর রাজ্যপাল : পাল্টা জবাব ব্রাত্য'র
সাতদিনের সমাচার : সরকারি প্রটোকল মেনে বারাকপুর গান্ধীঘাটে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনখর। সস্ত্রীক সূত্র যজ্ঞওতে হাত লাগান তিনি। রামধূন পরিবেশিত হবার সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে ওঠে গোটা স্থান । অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যদিও করোনা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষিদ্ধ।
শেষ পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, 'মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনকে মর্যাদা দিতে হবে, কেননা নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয়," রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যপাল এদিন আরও বলেন, "তৃণমূল সরকার সংবিধানকে অবহেলা করছে, রাজ্যপাল অপমানিত বার বার, রাজ্যপালের অপমান মানে রাজভবনকে অপমান, সরকার রাজ্যপালের সাথে দূরত্ব তৈরি করছেন," শুধু তাই নয়, সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের এহেন মন্তব্যের জবাবে বলেন, "এ সব বলে রাজ্যপালের নামের আগে একটা নৈ- শব্দ বসাচ্ছেন,আসলে তিনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন ।"
No comments