ব্রেকিং নিউজ

বাপুজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে রেলরাজ্য স্কাউটিং এ আজও সেরার সেরা শিয়ালদা জেলার 'হালিশহর নিউ গ্রুপ'

সাতদিনের সমাচার : পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস শিয়ালদহ জেলার হালিশহর নিউ গ্রুপের পক্ষ থেকে গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে শাখা প্রাঙ্গনে আজ সকালে সরকারি বিধি মেনে এক সর্বধর্ম প্রার্থণাসভা অনুষ্ঠিত হয় l জানা গেছে, দিল্লিতে অবস্থিত ভারত স্কাউটস এন্ড গাইডস এর জাতীয় সদর দপ্তরের পক্ষ থেকে ২ অক্টোবর উজ্জাপন উদ্দেশ্যে প্রাদেশিক দপ্তরগুলিতে বিশেষ বিশেষ কার্যক্রমের নির্দেশ দেয়া হয়েছিল l 
সেইমত গ্রুপলিডার প্রসেনজিৎ বিশ্বাস এবং অন্যান্য বর্ষীয়ান তথা সক্রিয় সদস্যদের উপস্থিতিতে 'প্রাতঃ স্মরণ' দিয়ে 'সর্বধর্ম প্রার্থনা সভা' অনুষ্ঠিত হয়, পরের পর্যায়ে সভা শেষে সবুজের অঙ্গীকার নিয়ে রেল স্বাস্থ্যকেন্দ্র চত্বরে মেহগনি চারা পুঁতে সাড়ম্বরে 'বৃক্ষরোপন' কর্মসূচি পালিত হয় l 
শিয়ালদা জেলার সর্বাধিক সক্রিয় গ্রুপ 'হালিশহর নিউ গ্রুপ' আয়োজিত ৭কিমি ব্যাপী "ফিট ইন্ডিয়া ম্যারাথন "দৌড় আয়োজিত হয় তৃতীয় পর্যায়ে, ইন্টারনেটের মাধ্যমে যার সরাসরি সম্প্রচার দেখেন জেলার কর্তাব্যক্তি ও অন্যান্যরা ! গ্রুপের স্কাউট গাইড সদস্য -সদস্যারা উৎসাহের সঙ্গে ম্যারাথনে অংশ নেন, পথে স্থানীয় মানুষজনও অংশগ্রহকারীদের প্রবলভাবে উৎসাহিত করেন l 
কার্যক্রমের চতুর্থ পর্যায়ে হালিশহর রেল স্টেশন চত্বরে স্কাউট সদস্য দ্বারা স্বচ্ছতা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে একটি পথনাটিকা পরিবেশিত হয়, একই সাথে ঝুড়ি,কোদাল, ঝাঁটা সহ রেলওয়ে স্বাস্থ্যকেন্দ্র এবং সংলগ্ন অঞ্চলে জোর কদমে চলে পরিচ্ছন্নতা বৃদ্ধির কাজ ! প্রায় সারাদিন ব্যাপী চলা কার্যক্রমের শেষ পর্বে ছিল দুঃস্থ মানুষদের জন্য রান্না করা খাবার বিতরণ, স্কাউট মাধ্যমে প্রকল্পটি 'জিরো হাঙ্গার' নামে পরিচিত, এদিন শাখা সভাপতি অশোক রক্ষিতে'র উপস্থিতিতে নদিয়া জেলার কল্যাণী 'মাঝের চর' এলাকার একটি ইঁটভাটায় কর্মরত প্রায় ৩০টি শ্রমিক পরিবারের হাতে ৯০টি খাবারের প্যাকেট তুলে দেন হালিশহর নিউ গ্রুপের সক্রিয় সদস্যরা, এজন্য ভাটা মালিক কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ দিয়েছেন স্কাউট সদস্যদের l  
এ ব্যাপারে গ্রুপ সভাপতি অশোক রক্ষিত বলেন, "আমরা বাপুজীর আদর্শে দীক্ষিত, তাই শুধু সদর দপ্তরের নির্দেশ মেনে কার্যক্রম নয়, আমাদের কাছে স্কাউটিং এর মানসিকতা নিয়ে কাজটাই আসল, আমি সভাপতি'র দায়িত্ব সামলানোর আগেও দেখেছি কিভাবে হালিশহর নিউ গ্রুপ তাদের বিজয় ধ্বজা নিয়ে এগিয়ে যেত, আজও তাদের জয়ের ধারা অব্যাহত, আমার মতে, শুধুমাত্র কর্তাব্যক্তিদের প্রশংসা কুড়োতে নয়, আমাদের সদস্যরা নিজেদের তাগিদেই স্কাউটিংটা করে,ওরা জানে সেবাকার্যে সাধারণ মানুষের উৎসাহ ও আশীর্বাদ তাদের মাথায় আছে, তাই প্রতীকী প্রশংসা না পেলেও ওরা নিজেদের কাজ'টা একইভাবে করে যাবে সমাজের বুকে নিজেদের ছাপ প্রবলভাবে রেখে যেতে l" 
স্কাউট মাস্টার শুভম ঘোষ, কৌশিক সমাদ্দার, মৃদুল রবিদাস অন্যদিকে কাবমাস্টার দীপঙ্কর দে, রোভার লিডার শঙ্কর চৌধুরী, প্রসূন ভক্ত, গাইড ক্যাপ্টেন রূপাঞ্জলী দে সরকার, গরিমা বন্দোপাধ্যায়'কে তাদের নিজ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে গোটা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে তোলার জন্য শাখা প্রধান প্রসেনজিৎ বিশ্বাস ধন্যবাদ এবং হার্দিক অভিনন্দন জ্ঞাপন করেছেন l

No comments