গৃহবধূর আত্মহত্যার চেষ্টা ! ত্রাতা হয়ে প্রাণ বাঁচালেন বীজপুর পুলিশের এক অফিসার
সাতদিনের সমাচার: "রাখে হরি মারে কে !" হরি বোধহয় রাখলেন, আর রাখলেন বলেই মরতে চেয়েও প্রাণে বেঁচেই গেলেন মিলননগর রথতলার বাসিন্দা রিঙ্কু পাল (৩৭) l হঠাৎ করেই ঘরের দরজা বন্ধ, আওয়াজ নেই, প্রতিবেশীদের সন্দেহ বাড়ে, খবর যায় বীজপুর থানাতে। সাব-ইন্সপেক্টর ভীমচরণ পাত্র এসে এলাকার মানুষের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রিঙ্কুদেবীকে ।
জানাগেছে ওই মহিলার স্বামী আগেই মারা গিয়েছে ওই বাড়িতে একাই থাকতেন তিনি, তবে ঠিক কি কারণে আত্মহত্যার চেষ্টা তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই অফিসারের উদ্যোগে তড়িঘড়ি আহত রিঙ্কুদেবীকে জেএনএম হাসপাতালে নিয়ে গেলে প্রাণ রক্ষা হয় রিঙ্কুদেবীর। পুলিশের এহেন ভূমিকার প্রশংসা করে স্থানীয় বাসিন্দারা বলেছেন- " ভীমচরণবাবুর মতো সহৃদয় পুলিশ আছেন বলে এখনও সাধারণ মানুষ ভরসা পায়!"
No comments