ব্রেকিং নিউজ

বিসর্জনঘাট সংস্কারে উদ্যোগী রাজু


সাতদিনের সমাচার : দুর্গাপুজোর বিসর্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, পুজো কমিটিগুলি প্রতিমা বিসর্জন করতে এসে যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয়, তাই গঙ্গাতীরবর্তী বিসর্জন ঘাট'টিকে  সংস্কার করতে উদ্যোগী হলেন 
হালিশহর পুরসভার পুরপ্রশাসক রাজু সাহানি, তিনি নিজে বিসর্জনঘাটে হাজির থেকে সবটা ঘুরে দেখেন সাথে ছিলেন বীজপুর থানার আই সি ত্রিগুণা রায় l প্রশাসক শ্রী সাহানি বলেন, "পুজোর আগেই যদি বিসর্জনের জন্য উপযুক্ত ব্যবস্থা করে রাখতে পারি, তবে শেষ বেলাতে ঝঞ্ঝাট  পোয়াতে হবে না l"

No comments