স্টাফ স্পেশালে বাড়াতে হবে বগির সংখ্যা : নইলে অবরোধ চলবে রেলকর্মীদের
সাতদিনের সমাচার : স্টাফ স্পেশালে বগির সংখ্যা কমিয়ে দেয়ার ফলে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না , গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে রেলকর্মীদের, এতে বাড়বে সংক্রমণের হার , অবিলম্বে বগির সংখ্যা না বাড়ালে ট্রেন চলতে দেয়া হবে না বলে দাবি তুলে কাঁচরাপাড়া কারখানা গেটে ট্রেন আটকে বিক্ষোভ দেখাচ্ছেন কাঁচরাপাড়া ওয়ার্কশপের রেলকর্মীদের একাংশ l ইতিমধ্যে আপ এবং ডাউন দু'দুটো ট্রেনই আটকে দেয়া হয়েছে l ক্ষুব্ধ রেলকর্মীরা লাইনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন l যদিও রেল তরফে কোনও আশ্বাস মেলেনি এখনও l
No comments