৩০বছরের না হওয়া কাজই এখন চ্যালেঞ্জ : ভরসা রাখতে আবেদন পুরপ্রশাসক 'সাহানি'র
সাতদিনের সমাচার : গত ৩০ বছর ধরে যে কাজ হয়নি, পুর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে হালিশহরে এবার সেই কাজ করে দেখতে চলেছেন রাজু সাহানি, নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য যেহেতু হালিশহর এবং নৈহাটি দুই পুরসভার যৌথ উদ্যোগে কাজটি সম্পন্ন হবে, তাই নৈহাটী পুরসভার প্রশাসক অশোক চ্যাটার্জীও শ্রী সাহানি'র সঙ্গে গতকাল হালিশহর পুরসভার ১৭নম্বর ওয়ার্ডের গোটা অঞ্চল ঘুরে দেখে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন l
প্রসঙ্গত, ইতিমধ্যেই ওয়ার্ডে উন্নয়নের কাজ কিন্তু শুরু হয়েছে, তবে পুজোর মধ্যে শেষ হবে কিনা তা জানা যায়নি l এদিকে রাজু'বাবু সমাচার সাতদিনকে জানিয়েছেন, "কোনও প্রকল্পই আর থেমে থাকবে না, হালিশহর পৌরাঞ্চলের মানুষের কোনও অভিযোগ আমি থাকতে দেব না, কথা দিলাম, শুধু আমায় একটু সময় দিন, ভরসা রাখুন l"
No comments