ব্রেকিং নিউজ

ডিজিটাল প্লাটফর্মে বাচিক চর্চা : প্রশংনীয় উদ্যোগ হালিশহর কথামালা বাচিক চর্চা কেন্দ্রে'র

সাতদিনের সমাচার : হালিশহর কথামালা বাচিক চর্চা কেন্দ্রের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান এবার সম্পন্ন হল ডিজিটাল প্লাটফর্মে ফেসবুক লাইভের মাধ্যমে l ১০ ই অক্টোবর অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রখ্যাত বাচিক শিল্পী ও প্রশিক্ষক কাজল সুর। সমবেত আবৃত্তির  মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, ৬ থেকে প্রায় ৫০ বছর বয়সী প্রায় ৩০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে সম্পূর্ণ  ডিজিটাল প্লাটফর্মে ‌প্রায় তিন ঘন্টা ব্যাপী একটি নান্দনিক  বাচিক সন্ধ্যা উপহার দেয় হালিশহর কথামালা। 
এদিনের অন্যতম মনকাড়া অনুষ্ঠান ছিল সংস্হার অন্যতম সদস্যা অন্যজার কণ্ঠে গান,পরবর্তী পর্যায়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাচিক শিল্পী গণ ও কন্ঠ শিল্পীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার প্রণব গুহ, রাজু দত্ত, শুভ্রাংশু মিত্র, আশিস ভট্টাচার্য, রুদ্র সাহা (বাংলাদেশ)। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পৌলমী গুহ, সোমা রায় ও চম্পা চক্রবর্তী। অনুষ্ঠান শেষে হালিশহর কথামালার কর্ণধার ও শিক্ষিকা,তৎসহ  অন্যজার শ্রুতিনাটক অনুষ্ঠানে অনন্য মাত্রা সংযোজন করে। এক কথায় হালিশহর কথামালার এই প্রয়াস অভিনব ও প্রশংসার দাবি রাখে।

No comments