আড্ডার ফাঁকে যুব সমাজের মন ছুঁতে ছুটছেন পার্থ
সাতদিনের সমাচার : "ভোট" বড় বালাই ! কত কিছুই না করতে হয় মানুষের মন জিততে ! প্রচার সভা, মিছিল, দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধিতে গরমাগরম ভাষণ, পায়ে হেঁটে পাড়া ঘুরে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে তাদের আরও একবার আশ্বস্ত করা -- এমন কত কী !
তবে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক কিন্তু চেনা রাস্তা ছেড়ে অন্য পথে হাঁটছেন l
সরাসরি যুব সমাজে মিশে গিয়ে তাদের মন বুঝতে চাইছেন ! চায়ের ঠেক থেকে খেলার মাঠ, গোটা বিধানসভা এলাকার প্রান্তে প্রান্তে জনসংযোগ গড়তে এবারও লড়ে যাচ্ছেন পার্থ l
এমনভাবেই গতকাল হঠাৎ তিনি হাজির হলেন জেঠিয়া বলখেলার মাঠে, গুটিকয় স্থানীয় ছোকরা তখন খেলায় মত্ত, মাঠে নেমে তাদের কাঁধে হাত রেখেই বন্ধুর মতো দাবি করেন, এলাকার সমাধান না হওয়া স্থানীয় সমস্যা, 'বার্ধক্য ভাতা' থেকে বঞ্চিত এমন মানুষজন,যে সমস্ত দুঃস্থ মানুষজনের পরিধেয় বস্ত্র পর্যন্ত কেনার সামর্থ্য নেই তাদের চিহ্নিত করে সরাসরি তাকে বা 'তৃণমূল যুবশক্তি'র কাছে কেবল তথ্যটুকু পৌঁছে দিতে হবে, ব্যাস - এক নিঃশ্বাসে সমাচার সাতদিনকে কথাগুলো জানালেন এলাকার যুবক দিগন্ত ভট্টাচার্য্য l দায়িত্ব দিয়েছেন খোদ বিধায়ক, আড্ডাও দিয়েছেন, মোবাইল নম্বর পর্যন্ত ! তাই বিধায়কের জন্য আজ থেকেই ময়দানে নামছেন সেই যুবকরা l 'মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো' আড্ডার মধ্যে দিয়ে এই বার্তাকেই ফের নতুন করে যুব সম্প্রদায়ের কাছে তুলে ধরছেন পার্থ ভৌমিক, রোজ রোজ ! ফলও পাচ্ছেন হাতে-নাতে ! দিগন্তের মতো অনেক যুবকই এখন 'পার্থ'তে মজেছেন নতুন করে l
আসলে ২১শের লক্ষ্য নিয়েই ছুটছেন তিনি, দিন রাত এক করেই ছুটছেন যে !
No comments