রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বানচাল : স্থানীয় যুবকদের তৎপরতায় রক্ষা পেল মহিলা
সাতদিনের সমাচার : আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ হালিশহর রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর চল্লিশের এক মানসিক ভারসাম্যহীন মহিলা। তবে জেঠিয়া বাজার এলাকার যুবকদের চেষ্টায় এ যাত্রায় প্রাণে বাঁচে সে। জানা গেছে, ট্রেনের খোঁজে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা এবং শেষে স্টাফ স্পেশাল ট্রেনের খবর হওয়ার পর ট্রেনের সামনে ঝাঁপ দেয়ার চেষ্টা করে নাম পরিচয়হীন ওই মহিলা, ঘটনা প্রথম থেকেই লক্ষ্য করে এলাকার যুবক চন্দু সিং এবং অপর এক ব্যক্তি, তারাই তড়িঘড়ি মহিলাকে লাইন ধার থেকে সরিয়ে বাজারে নিয়ে আসে এবং সেবা -শুশ্রূষা করে, পরে খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে l পরিবারের খোঁজ চালাচ্ছে পুলিশ।
No comments