গুলিবিদ্ধ মনীশ শুক্লা : অবরুদ্ধ বিটি রোড : তীব্র উত্তেজনা
সাতদিনের সমাচার : বিজেপি নেতা তথা টিটাগড় পুরসভার কাউন্সিলর মনীশ শুক্লা'কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বাইকে চেপে আসা দুষ্কৃতীর দল l বিটি রোড সংলগ্ন এ পি দেবী রোডে ভর সন্ধ্যায় ঘটা এ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে l মনীশবাবুর মাথায় এবং বুকে গুলি লেগেছে বলে জানা গেছে, রক্তাক্ত এবং গুরুতর অবস্থায় তড়িঘড়ি তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে l হেভিওয়েট এই নেতার অবস্থা আশংকাজনক বলে খবর মিলেছে l ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা বিটি রোড অবরোধ করে দিয়েছে l পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর l
No comments