গুলিবিদ্ধ মনীশ শুক্লা : শেষ রক্ষা হল না হেরে গেলেন মৃত্যুর কাছে
সাতদিনের সমাচার : মাথায় এবং বুকে গুলির আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে ঘন্টা কয়েক লড়াই করেও শেষ পর্যন্ত হেরেই গেলেন মনীশ ! হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করার পর উত্তেজনা আরও তীব্রতর হয় ! প্রসঙ্গত, জনপ্রিয় বিজেপি নেতা তথা টিটাগড় পুরসভার কাউন্সিলর মনীশ শুক্লা'কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বাইকে চেপে আসা দুষ্কৃতীর দল ! বিটি রোড সংলগ্ন এ পি দেবী রোডে ভর সন্ধ্যায় ঘটা এ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে l মনীশবাবুর মাথায় এবং বুকে গুলি লাগে, রক্তাক্ত এবং গুরুতর অবস্থায় তড়িঘড়ি তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা হয় না l
টিটাগড় থানার সামনে মনীশ শুক্লার নির্মম হত্যার প্রতিবাদে আগামীকাল জেলা বিজেপি ১২ ঘণ্টার বারাকপুর বন্ধের ডাক দিয়েছে l তৃণমূলী সন্ত্রাস ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে জেলা সভাপতি উমাশংকর সিংহ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঘটনায় জড়িতরা অবিলম্বে গ্রেপ্তার না হলে বারাকপুর জুড়ে প্রতিবাদের আগুন জ্বলবে।" হেভিওয়েট এই নেতার মৃত্যুতে প্রতিবাদী বিজেপি কর্মী সমর্থকরা যত্র তত্র বিক্ষোভ দেখাচ্ছেন প্রশাসনের বিরুদ্ধে l বিটি রোড এখনও অবরুদ্ধ l
No comments