ব্রেকিং নিউজ

সারা ভারত ধর্মঘট : সমর্থনের দাবিতে বামপন্থীদের জনসভা নৈহাটিতে

সাতদিনের সমাচার : "বিজেপি হল ওয়াশিং মেশিন, তৃণমূলের সমস্ত পচা তোলাবাজ, নারদ-নারদ অভিযুক্ত তারা বিজেপিতে যোগ দিয়েছে, জামা কাপড় যেভাবে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়,বিজেপিতে যাওয়ার পরে তারা সব শুদ্ধ হয়ে যাচ্ছে" --কেন্দ্রীয় সরকারি এবং দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং গণ সংগঠনগুলির ডাকে আগামী ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সাত দফা দাবির ভিত্তিতে l ধর্মঘট সফল করতে নৈহাটি রেলওয়ে চিলড্রেন পার্কে বামপন্থী দলগুলির পক্ষ থেকে আজ এক  জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও তৃণমূলকে এমনভাবেই বিঁধলেন প্রধান বক্তা সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম l এদিন তিনি আরও বলেন,  "বিজেপি ২০০ সিটের কথা বলেছে! ২০০ কি কোটি না লাখ টাকা ?  এ কোনদিনও সম্ভব ! রাজ্য এবং দিল্লি থেকে এই দুই স্বেচ্ছাচারী সরকারকে না সরাতে পারলে রাজ্যের এবং দেশের যা  ক্ষতি হবে তা আখেরে মানুষের উপর চেপে বসবে l"  তাঁর কথায়, "বারাকপুর অঞ্চলের ঐতিহ্যশালী শিল্প গানশেল ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিক্রি করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রায়াত্ব শিল্প বিক্রি করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরো বেশি সংগঠিত করে এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হবে l"  
এদিন সভায় সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য, বক্তব্য রাখেন বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের নেতৃত্ব l ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪পরগনা জেলা কমিটির সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়, সিটুর জেলা সভাপতি নেপালদেব ভট্টাচার্য্য, সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তথা উত্তর ২৪পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী, সিপিএম এর রাজ্য কমিটির নেতা  শিবরতন পাল আরএসপি নেতা অসিত সরকার প্রমুখ l প্রসঙ্গত, এদিন সভায় গণসঙ্গীত পরিবেশন করেন নৈহাটি গণনাট্য সংঘের শিল্পীরা l

No comments