ছটব্রতকারীদের বস্ত্র বিতরণ কাঁচরাপাড়ায়
নিজস্ব প্রতিনিধি : ছট পূজো উপলক্ষে ছটব্রতকারীদের মধ্য বস্ত্র বিতরণ করা হয় কাঁচরাপাড়ায়! শুক্রবার বিকেলে সার্কাস ময়দান মাঠ সংলগ্ন এলাকা থেকে ভারতীয় সমাজসেবী সংস্থার পক্ষ থেকে প্রায় শতাধিক মানুষের মধ্য নতুন বস্ত্র তুলে দেন সংস্থার কর্ণধার অভিজিৎ সাও! এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাঁচরাপাড়া তৃণমূল নেত্রী আলোরানী সরকার!এছাড়া উপস্থিত ছিলেন জোধুনাথ মন্ডল,বলরাম বিশ্বাস সহ আরও অনেকে! এদিন আলোরানী সরকার অভিজিৎ(চঞ্চল)এর প্রশংসা করে বলেন, এইটা সামাজিক কাজ!বাঙালির বারো মাসে তেরো পার্বন অনুষ্ঠানে সামাজিক কাজের সাথে যুক্ত থাকে! তিনি আরও বলেন, কোভিড আবহে শক্তির আরাধনা করে আমরা কোভিড কে জয় করার চেষ্টা করেছে! তিনি নাম না করে বিজেপি কে আক্রমণ করে বলেন, যে অপশক্তি তে জড়িয়ে পড়ছে বাংলা সেইটা কে আমরা রোধ করে দেবো আগামীদিনে!সংস্থার কর্ণধার অভিজিৎ(চঞ্চল)দীর্ঘদিন ধরে এই সামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত! বেশকিছু পূর্বে তিনি অসহায় মানুষদের মধ্য বস্ত্র বিতরণ করেছেন! শুধু তাই নয় কোভিড সংক্রমণ থেকে মানুষ কে সুস্থ ও সুরক্ষিত রাখতে ব্যক্তিগত উদ্যোগে গান্ধীমোড় থেকে শুরু করে থানারমোড় হয়ে সার্কাস ময়দান রাস্তার দুই ধারে দোকানগুলি তথা পড়ায় বাড়িবাড়ি গিয়ে স্যানিটাইজেরে কাজ করেছেন!এদিন নতুন বস্ত্র পেয়ে খুশি ছটব্রতকারীরা!
No comments