ব্রেকিং নিউজ

বাংলায় প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে কেবল গুন্ডারাজ চলছে : অর্জুন সিং

নিজস্ব প্রতিনিধি : শনিবার ছটপুজোর দ্বিতীয় অর্ঘের দিন ভোরবেলা গঙ্গাবক্ষে নৌকো চেপে   ছটব্রতকারীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে গিয়ে বঙ্গ বিজেপি'র সহ সভাপতি তথা বারাকপুরের সাংসদ অর্জুন সিং রাজ্য সরকারের সামলোচনা  করে বলেন,"ছটপুজো উপলক্ষে ঘাটগুলিতে যেভাবে পুলিশের ব্যবস্থা করা উচিত ছিল,তা করা হয়নি! 
প্রশাসন চালাতে কেউ জানে না তাই সব দিক দিয়ে ভেঙে পড়েছে, চলছে শুধু গুন্ডারাজ !" 
তিনি আরও বলেন," বারাকপুর শিল্পাঞ্চলে ছটপুজো নিয়ে মানুষের অনেক উৎসাহ থাকে , কিন্তু চলতি বছরে কোভিড-19এর কারণে বহু মানুষ বাড়িতেই পুজো করেছেন, তাই ঘাটগুলি এবার ফাঁকা তবে সব সময়ের মতোই আমি  বারাকপুরের মানুষের সঙ্গে আছি, এই সময়টা তে দাঁড়িয়ে সবার আশীর্বাদ প্রাপ্ত হই l"
এদিন সাংসদ নৌকায় চেপে  ভাটপাড়া,জগদ্দল,শ্যামনগর সহ শিল্পাঞ্চলের প্রায় সব গঙ্গাঘাট গুলি পরিদর্শন করেন l

No comments