ব্রেকিং নিউজ

জগতের কল্যাণ : শক্তির আরাধনায় বিজেপি নেতা

সাতদিনের সমাচার : কোভিড-১৯ থেকে জগৎকে রক্ষা করতে শক্তির আরাধনায় ব্রতী হলেন কাঁচরাপাড়া বিজেপি মণ্ডলের প্রাক্তন সভাপতি সমর দাস। সোমবার সকালে গান্ধীমোড় সংলগ্ন একটি মার্কেট কমপ্লেক্সে স্থানীয় বিজেপির নেতা তথা বারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য সমর দাসের ব্যক্তিগত উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এদিন এই পুজোকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্য উৎসাহ ছিল চোখে পড়ার মত। সমরবাবু বলেন, 'কোভিড-১৯-এর প্রকোপে মানুষ নাজেহাল, মারণ ভাইরাস বহু নিরীহ মানুষের প্রাণ কেড়েছে, এই ভাইরাস থেকে জগতের কল্যাণ করতে পারেন মা জগদ্ধাত্রীই, তাই কোভিড-১৯ থেকে জগতকে রক্ষা করতে মায়ের আরাধনা করলাম।' মা জগদ্ধাত্রী সকলের মঙ্গল করবেন বলে তাঁর ধারণা। পুজো প্রাঙ্গণে জেলা বিজেপি'র সভাপতি উমা শঙ্কর সিং-এর উপস্থিত হওয়ার কথা থাকলেও  শ্যামনগরে দলীয় কর্মসূচির কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে আগামীকাল তিনি আসবেন বলে জানা গেছে। এদিন পুজো প্রাঙ্গণ থেকে শতাধিক মানুষের মধ্যে ভোগের প্রসাদ বিতরণ করা হয়।

No comments