ব্রেকিং নিউজ

গৃহস্থ বাড়ি থেকে ফের চুরি জগদ্দলে

সাতদিনের সমাচার : সিঁড়ির দরজা ভেঙে এক গৃহস্থের বাড়ি থেকে লক্ষধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল চোরের দল । ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১০নম্বর নং ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায়।
সূত্রের  খবর,স্থানীয় বাসিন্দা মুদি দোকানি সুধীর সাও যখন ঘুমাচ্ছিলেন সেসময় তাঁর দোতলা বাড়ির ছাদের সিঁড়ির দরজা দিয়ে ঢুকে আলমারির তালা ভেঙে সোনার গয়না, দুটি মোবাইল ফোন সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা l
পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে এমনিতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় l সুধীরবাবু জানান,গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমাচ্ছিলাম!গভীর রাতে টুকটাক কিছু শব্দ পাই,কিন্তু তখন ঘুম ভাঙেনি, মাঝরাতে উঠে দেখি ঘরের দরজা বাইরে থেকে আটকানো, সন্দেহ হওয়ায় চিৎকার করে অন্যদের সহযোগিতায় বাইরে বেরিয়ে দেখি আলমারির তালা ভাঙা অবস্থায় পড়ে, সামনেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান, বেশকিছু সোনা গয়নাও  কেনা হয়েছিল, চোরেরা সব নিয়ে পালিয়েছে l সব কিছু খুইয়ে দিশেহারা সুধীরবাবু l স্থানীয়দের কথায়, এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছে,পুলিশকে জানিয়েও  ফল মিলছে না, একই ওয়ার্ডের রামনগর কলোনীতে আগেরদিন রাতে সন্তোষ রজক এর বাড়ির তালা ভেঙে সোনাদানা সব নিয়ে পালিয়েছে চোরেরা l আমরা আতঙ্কে আছি প্রতিনিয়ত l অন্যদিকে ঘটনার খবর পেয়ে আসে জগদ্দল থানার পুলিশ l অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে l

No comments