ব্রেকিং নিউজ

গুলিবিদ্ধ এক যুবক বেলঘড়িয়া

সাতদিনের সমাচার : এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ালো বেলঘরিয়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বেলঘড়িয়া থানার আদর্শ নগর এলাকায়!গুলিবিদ্ধ যুবকের নাম শুভঙ্কর পাল, বাড়ি আলিপুরে। শুভঙ্কর বেলঘড়িয়ায় একটি ব্যাগের দোকানে কাজ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও কাজের শেষে শুভঙ্কর একটি মিষ্টি দোকানের সামনে বসে আড্ডা মারছিল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী শুভঙ্করকে লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের ছোড়া গুলি শুভঙ্করের বুকে লাগার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শুভঙ্কর। গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। সেই সময় সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ রক্তাক্ত জখম অবস্থায় শুভঙ্করকে উদ্ধার করে প্রথমে কলকাতা আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম(পিজি)হাসপাতালে স্থান্তারিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধিন। আরও জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা সংকট জনক। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। কে বা করা কেন গুলি চালাল তা সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

No comments