বন্ধ থাকা বাড়িতে তালা ভেঙে চুরি জগদ্দলে
সাতদিনের সমাচার : বন্ধ বাড়ির তালা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ালো এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 10নং ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে তালা লাগিয়ে সপরিবারে আত্মীয় বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সন্তোষ রজক। তাঁর বাড়িতে কেউ ছিল না। গতকাল রাতে তাঁর বাড়ির সদর দরজার তালা ভেঙে চুরির হয়ে যায়। সন্তোষ রজক এর ভাইপো কুনাল রজক বলেন,সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের দরজা বাইরে থেকে কে বন্ধ করে দিয়েছে। ডাকাডাকি করে প্রতিবেশীদের সহযোগিতায় আমরা দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি কাকার বাড়ির সদর দরজার তালা ভাঙা। সন্দেহ হওয়ায় ঘরের ভিতরে প্রবেশ করে দেখি আলমারির তালা ভাঙা। ঘরের ভিতরে সব লন্ড ভন্ড হয়ে পড়ে রয়েছে। আমরা সাথে সাথে জগদ্দল থানায় খবর দেওয়া হয়। তিনি বলেন,সোনার গয়না টাকা পয়সা সহ জরুরি কাগজ পত্র খোঁয়া যেতে পারে বলে তাঁর ধারণা। পারো নামে এক মহিলা বলেন,এর আগেও দুইবার এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।অভিযোগের সুরে স্থানীয় এক বাসিন্দা বলেন,প্রায়দিনই এলাকায় ছোটোখাটো চুরির ঘটনা ঘটে। এদিকে স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
No comments