নিয়োগ প্রক্রিয়া নিয়ে পুরপ্রশাসকের বিরুদ্ধে সরব দলের নেতা-কর্মীরা : অস্বচ্ছতার অভিযোগ বিরোধীদেরও
সাতদিনের সমাচার : অনুমোদন সত্ত্বেও বাতিল হয়ে গেল কাঁচরাপাড়া পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত সাক্ষাৎকার (986/DLB/ P-201/15-96 Dated 6/11/2020)। জানা গেছে, পদ্ধতিগতভাবে সাক্ষাৎকার নিয়ে কিছু ত্রুটি থাকার কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়াটি। পৌরসভার ওয়েবসাইট ছাড়াও মৌখিকভাবে কর্মপ্রার্থীদের সাক্ষাৎকার বাতিলের কথা জানানো হয়েছে বলেও বিশেষ সূত্রের খবর।
এদিকে গোটা প্রক্রিয়া বাতিলের পরদিনই পুরসভায় কর্মরত অস্থায়ী কর্মীরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে এই নিয়োগ চালুর দাবিতে সরব হয়েছে পুরপ্রশাসক সুদামা রায়ে'র কাছে। যদিও নিয়োগ প্রক্রিয়া ফের শুরুর তেমন আশ্বাস তিনি দিতে পারেননি বলে জানিয়েছে আন্দোলনকারীদের কয়েকজন। তবে নাম প্রকাশ করা যাবে না এমন শর্তে এক আন্দোলনকারী জানিয়েছে, নিয়োগ চালু করার জন্য তাদেরকে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক সুবোধ অধিকারীর সাথে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছেন তিনি। তবে প্রশ্ন উঠছে, শাসক দলের একজন পদাধিকারী কিভাবে পুর প্রতিষ্ঠানে নিয়োগ ক্ষেত্রে ভূমিকা নেবেন! তাছাড়া কাঁচরাপাড়া পুরসভাতে তৃণমূল কংগ্রেস কর্মীরাই কেন চাকরি পাবেন- এমন দাবি তুলে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিরোধীরা। এদিকে পুরসভার এই নিয়োগকে কেন্দ্র করে কাঁচরাপাড়া তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভ তীব্রতর হচ্ছে বলে খবর, কান পাতলেই শহরজুড়ে শোনা যাচ্ছে এই কোন্দলের আওয়াজ। তবে বিশেষজ্ঞদের মতে, এই লোক নিয়োগ হলে ফের মুখ পুড়তো তৃণমূল কংগ্রেসের। কেননা, এর আগের নিয়োগের সময়ও কাঁচরাপাড়াতে 'কাটমানি' খাওয়ার অভিযোগ ওঠে বর্তমান পৌর প্রশাসক সুদামা রায় সহ তাঁর অনুগামী নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমুল নেতাকর্মীদের দাবি, জেলা নেতৃত্বের উচিত, একসময় বিজেপিতে চলে যাওয়া এই পুরপ্রশাসক সন্দেহের ঊর্ধ্বে নন। স্বভাবতই নিয়োগের তালিকা এবারও তার হাত ধরে প্রকাশ হলে ফের শহরজুড়ে দেখা যাবে তার ও তার দলবলের নামে 'কাটমানি খাওয়ার অভিযোগ' নিয়ে পোস্টার পড়বে । যদিও এই লোক নিয়োগ চালুর পক্ষেই শহরের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। তাদের মতে, নির্বাচনের আগে এটাই শেষ সুযোগ। অতএব অনিয়মের মধ্যে পড়লেও দীর্ঘদিন এলাকায় যাঁরা তৃণমূল কংগ্রেস করে চলেছেন, তালিকায় তাদের নাম অবশ্যই রাখতে হবে এবং এ ব্যাপারে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও বুথ কমিটির নেতৃত্বের সাথে পুর প্রশাসককে আলোচনা করতে হবে।
প্রসঙ্গত, শহর জুড়ে এই লোক নিয়োগের তালিকায় পুরপ্রশাসক সুদামা রায় ও তার অনুগামীদের পাশাপাশি বিধায়ক শুভ্রাংশু রায় সহ কাঁচরাপাড়ার বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রিয় পাত্রের নাম রয়েছে বলেও খবর চাউর হয়েছে। এমনকি একাধিক ক্ষেত্রে আর্থিক লেনদেন নিয়েও অভিযোগ উঠছে বলে তৃণমূল কংগ্রেসের একাধিক ক্ষুব্ধ নেতৃত্বের দাবি। এমতাবস্থায় নিজের দায়িত্ব নিয়ে জেলা সম্পাদক কী ভূমিকা নেন, সকলের নজর এখন সেদিকেই।
No comments