ব্রেকিং নিউজ

Exclusive.. ... বারাসাতে রাজীব খুনের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বীজপুরে

সাতদিনের সমাচার  : বারাসাতে রাজীব হত্যাকান্ডে জড়িত জেল থেকে পলাতক প্রধান অভিযুক্ত কে গ্রেপ্তার করলো বীজপুর থানার পুলিশ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কাঁপা-চাকলা গ্রামপঞ্চায়ত চারাপোল এলাকা থেকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ। অভিযুক্তের নাম মনোজিৎ বিশ্বাস। জানা গিয়েছে, সোমবার  মেদিনীপুর সেন্ট্রাল জেলের পাঁচিল টপকে পালায় দুই অভিযুক্ত। আজ বীজপুর থানার তৎপরতায় তাঁদের কে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত দুষ্কৃতীদের হাত থেকে দিদির সম্মান বাঁচাতে গিয়ে 2011সালে বারাসাতের কাছারি ময়দান এলাকায় খুন হন রাজীব দাস। এই খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য।দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তথা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামে বাংলার আপামর জনতা। রাজীব দাস হত্যা কান্ডে তদন্তে নেমে পুলিশ মনোজিৎ বিশ্বাস সহ আরও দুইজন কে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে অভিযুক্তদের  যাবতজীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। গতকাল তাঁরা মেদিনীপুর সেন্ট্রাল জেলের পাঁচিল টপকে পালিয়ে যায়। 24ঘন্টা কাটতে না কাটতেই বীজপুর পুলিশের হাতে ধরা পড়ে মনোজিৎ। অন্যদিকে এই ঘটনায় আর এক অভিযুক্তর সন্ধান চালাচ্ছে বীজপুর থানার পুলিশ।

No comments