ডিজিটাল অ্যাপ : হালিশহরে নতুন দিশা দেখাবে এই তথ্যপ্রযুক্তি
সাতদিনের সমাচার : উন্নত মানের নাগরিক পরিষেবা প্রদান করতে ডিজিটাল এপ্লিকেশনের উদ্বোধন হল হালিশহর পুরসভায় l
বুধবার সন্ধ্যায় হালিশহর লোকসাংস্কৃতিক ভবনে প্রদীপ জ্বালিয়ে 'বাংলার গর্ব মমতা' নামে এই এপ্লিকেশনটি উদ্বোধন করেন বিধানসভার পরিষদীয় সচিব তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক!এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার প্রশাসক অশোক চ্যাটার্জী, বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী, হালিশহর পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য মৃত্যুঞ্জয় দাস,প্রণব লৌহ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব l
হালিশহর পুরসভার দায়িত্ব নিয়েই গোটা পৌরাঞ্চলের ভোল পালটে দিতে সদাব্যস্ত তরুণতুর্কি প্রশাসক রাজু সাহানি বলেন," এই এপ্লিকেশনটির মধ্য দিয়ে আমরা উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করব, এপ্লিকেশনটি মোবাইলে ডাউনলোড করে এলাকার যে কোনও সমস্যার কথা সরাসরি অভিযোগ আকারে পুরসভাকে জানাতে পারবেন সচেতন নাগকরিকরা, অভিযোগের ভিত্তিতে পুরসভার পক্ষ থেকে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে l"
তিনি আরও বলেন," এপ্লিকেশনটি আপাতত শুধু ইংরেজি ভাষায় তৈরি করা হয়েছে,তবে খুব শীঘ্রই আরও দুটি ভাষা হিন্দি এবং বাংলায় এতে যোগ হবে l তিনি জানান "জলকল,জঞ্জাল, রাস্তাঘাট, ট্যাক্স, ইলেকট্রিক সহ সাধারণ অপশন রয়েছে, নাগরিকরা এই অপশনে গিয়ে সমস্যা জানাতে পারবেন, সমস্যার অভিযোগের প্রতিলিপি সেই বিভাগের আধিকারিদের কাছে পৌঁছে যাবে তৎক্ষণাৎ পাশাপাশি অভিযোগ নথিভুক্ত হওয়ার একটি অভিযোগ নম্বর ব্যবহারকারীর কাছে চলে যাবে l"
বস্তুত,পুরপ্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নাগরিকদের উন্নত মানের পরিষেবা প্রদান করতে বদ্ধ পরিকর রাজু সাহানি, নাগরিকদের জন্য তিনি হালিশহর ডানলপ ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত জলপথে ওয়াটার বাস পরিষেবা চালু করেছেন ইতিমধ্যেই , শুধু তাই নয় তিনি পুরাঞ্চলকে পরিছন্ন রাখতে বাড়িবাড়ি থেকে জঞ্জাল সংগ্ৰহ করতে টোটোচালিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবা চালু করেছেন, পুরঅঞ্চলের বেহাল রাস্তাঘাট নিয়ে নাগরিকদের প্রচুর অভিযোগ ছিল,সেই সব রাস্তাঘাট সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন প্রশাসক l নাগরিকদের অভিযোগগুলি খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শন করে দায়িত্ব নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছেন রাজুবাবু নিজেই !
No comments