শহীদবেদি ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
সাতদিনের সমাচার : প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রীমতি ইন্দিরাগান্ধীর স্মৃতি উদেশ্যে শহীদবেদি কে ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা কে কেন্দ্র করে ক্ষোভ ছাড়ালো স্থানীয়দের মধ্যে নক্কারজনক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কাঁচরাপাড়া পুরসভার 3নং ওয়ার্ডের বাবুব্লক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধীর প্রয়াণ দিবস 31অক্টোবর 1984 সালে তৈরি করা হয়েছিল এই শহীদবেদি। দীর্ঘদিন ধরে অক্ষত অবস্থায় ছিল। কিন্তু এদিন রাতে কে বা করা এই শহীদবেদি কে ভেঙে গুড়িয়ে দেয়। পরদিন অর্থাৎ সোমবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ক্ষোভ ফেটেপড়ে। স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যান কাঁচরাপাড়া শহর কংগ্রেসের সভাপতি তাপস সিনহা। তিনি বলেন, অবিভক্ত কংগ্রেস কর্মী প্রয়াত মৃনাল(আবু)সিংহ রায়, বাবলু হালদার, অঞ্জন সেন দের নেতৃত্বে সুনু চক্রবর্তী, দেবু মুন্সি, বাপি ঘোষাল, অরুন দত্ত, সুভাষ হালদার দের সহযোগিতায় এই শহীদবেদি নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা কি উদেশ্যে বেদিটি ভেঙে দেওয়া হলো। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তাপসবাবু।তিনি ক্ষোভের সুরে বলেন, পশ্চিমবাংলার এই সংস্কৃতি ছিল না!কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে বাংলার সংস্কৃতি কোন জায়গায় পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে কিন্তু সংক্রিয় না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে দুষ্কৃতীরা। এই ক্যামেরা চালু থাকলে চিহ্নিত করা যেত দুষ্কৃতীদের।
No comments